স্থানীয় ক্ষতিগ্রস্ত দুঃস্থ মহিলাদের বিশেষ বরাদ্দ অন্যত্রে হস্তান্তর করার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

আরফাতুল ইসলাম,উখিয়া:
VWB প্রকল্পের আওতায় উখিয়া-টেকনাফের ৪০ হাজার দুঃস্থ মহিলাদের বিশেষ বরাদ্দ অন্যত্র হস্তান্তর করার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বুধবার (৯ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় উখিয়ার পালংখালী ইউনিয়ন পরিষদের সামনে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে এসময় তারা বেশকিছু দাবি জানান,আন্দোলন-রত দুঃস্থ মহিলারা বলেন ২০১৭ সালে মায়ানমার থেকে পালিয়ে  রোহিঙ্গাদের কারণে আমাদের ফসলের জায়গাজমি এখন রোহিঙ্গাদের দখলে। তাদের জন্য আবাসস্থল তৈরী করার কথা বলে আমাদের শত শত একর জায়গা জমি এখন এনজিও এবং রোহিঙ্গাদের দখলে।তাদের জন্য বরাদ্দকৃত অর্থ থেকে স্থানীয় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য যে ২৫% বরাদ্দ ছিল তা এখন নতুন করে অন্যত্র হস্তান্তর করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে একটা মহল,এর জোরালো প্রতিবাদে আজকের এই মানববন্ধন। এছাড়া ও তারা আরও বলেন রোহিঙ্গাদের কে যেভাবে চাল, ডাল,গ্যাস ইত্যাদি দিয়ে সহযোগিতা করতেছে আমরা যারা স্হানীয় দুঃস্থ মহিলা আছি আমাদের কে ও সেভাবে সহযোগিতার আওতায় রাখতে হবে।এই বিষয়ে স্হানীয় জনপ্রতিনিধি ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.গফুর উদ্দিন চৌধুরী কাছে জানতে চাইলে তিনি  বলেন,সকালে অত্র ইউনিয়নের দুঃস্থ মহিলারা তাদের ন্যায্য অধিকার আদায়ে লক্ষ্যে পালংখালী ইউনিয়ন পরিষদের সামনে এসে মানববন্ধন করেন এবং তাদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন বলে জানান,এম গফুর উদ্দিন চৌধুরী বলেন তাদের এই মানববন্ধন সম্পূর্ণ যুক্তিক।


যারা এই চক্রের সাথে সংযুক্ত আছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান।রোহিঙ্গারা আসার কারণে যে পরিমাণ ক্ষতির  সম্মুখীন হয়েছে উখিয়া-টেকনাফর মানুষ,কিন্তু স্হানীয়  ক্ষতিক্ষস্ত জনগণের জন্য বরাদ্দকৃত ২৫% কেন অন্যত্রে সরিয়ে নিতে চেষ্টা করা হচ্ছে তা আমরা জানিনা।যদি সরিয়ে নিতে হয় তাহলে আমাদের এখান থেকে কিছু সংখ্যক রোহিঙ্গা সেদিকে নিয়ে যাক। এবং চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী আর-ও বলেন আন্দোলন-রত দুঃস্থ মহিলা যে দাবী দিয়েছে সে দাবীর সাথে সম্পূর্ণ একমত বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *