আমি প্রতিবাদকারী মুহাম্মদ আবদু শুক্কুর এজেন্ট, সুন্দরবন কুরিয়ার সার্ভিস, পেকুয়া শাখার পরিচালককে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত মানহানিকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রচারিত বক্তব্যে “পেকুয়ায় যুবককে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ চৌমুহনী কম্পিউটার দোকানদার শুক্কুরের তদবিরে দিনমজুরকে পুলিশ এ্যাসল্ট মামলায় আসামী করা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বক্তব্যটি আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত বক্তব্যটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। উক্ত প্রচারিত বক্তব্যের আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আসল কথা হল, যে ব্যক্তি বক্তব্যটি দিয়েছে আবদুল মালেক এর সাথে আমার পিতা মাহাবুল আলম এর পূর্ব হতে বিরোধ চলে আসছিল। প্রতিপক্ষ আবদুল মালেক, ও আবদুল জব্বর সম্পর্কে আমার আপন মামা হয়। আমার পিতা গত ১৯৮৭ ইং সালে মেহেরনামা আধাখালী হইতে পেকুয়া সদর ইউপিস্থ হরিণাফাড়ী প্রতিপক্ষ আবদুল মালেক এর বসতবাড়ীর উত্তর পার্শ্বে ঘর নির্মাণ করে শান্তিতে বসবাস করে আসছে। প্রতিপক্ষগণ দীর্ঘবছর ধরে আমার পিতাকে উচ্ছ্দেসহ বিভিন্নভাবে ক্ষতি সাধন, পথরোধ করিয়া মারধরসহ ইত্যাদি ঘটনা করে আসছে। সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রীর পদত্যাগকে কেন্দ্র করে ৫ই আগস্টের উৎসুক জনতাকে বিকৃত করার উদ্দেশ্যে সন্ধ্যার সময় বিবাদীগণের প্রত্যক্ষ নির্দেশনায় পেকুয়া চৌমুহনী আমার ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুরসহ অগ্নি সংযোগ করে আমার ১০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে। বিবাদীগণ পূর্ব শত্রুতার জের ধরে অহেতুকভাবে আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর ভিডিও বক্তব্য প্রকাশ করে আসতেছে। আমি কোন দলের সমর্থক/কোন দলের নেতাকর্মী না হওয়ার স্বত্বেও আমাকে আওয়ামীলীগ বলে প্রকাশ করে এলাকা ছাড়ার পায়তারা করে আসতেছে। আমি গত ২০১৭ সালে পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ থেকে এইচ.এস.সি. পাশ করি। আমি চট্টগ্রাম মহসিন কলেজে বি.এ কোর্সে অধ্যয়নরত অবস্থায় থাকিয়া সংসার পরিচালনা করার নিমিত্তে ২০১৮ সাল হইতে অদ্যবধি পর্যন্ত পেকুয়া উপজেলার অন্তর্গত পেকুয়া চৌমুহনীতে বিশ্বের জনপ্রিয় সুন্দর কুরিয়ার সার্ভিস (প্রা:) লিঃ পেকুয়া এজেন্সী শাখা খুলে নিষ্ঠার সহিত ব্যবসা পরিচালনা করে আসতেছি। সম্প্রতি প্রতিপক্ষ আবদুল মালেক এর ছেলে আবদুর রহিম কোন মামলায় আসামী হয়েছে, কি ঘটনা হয়েছে এই বিষয়ে আমি কোন কিছুই অবগত না থাকার স্বত্বেও আমি তার ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়েছি মর্মে অনুমান/মন্তব্য করে কোন প্রকার প্রমাণ ছাড়াই আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর ভিডিও বক্তব্য প্রচার করে সমাজে হেয়প্রতিপন্ন করে আসছে। বিবাদীগণের এহেন কর্মকান্ডের বিষয়ে আমার পিতা মাহাবুল আলম বাদী হয়ে দ:বি: আইনের ৪৯৯/৫০০/৫০৬(২) ধারা তৎসহ সাইবার নিরাপত্তা আইন-২০২৩’-এর ২৯ ধারায় বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চকরিয়া কক্সবাজার- এ মামলা দায়ের প্রক্রিয়াধীন রহিয়াছে। উল্লেখ্য যে, প্রতিপক্ষ আবদুল জব্বর এলাকায় মাতব্বরী সহ সুবিধা ভোগ করার নিমিত্তে আমার পিতার সহিত প্রতিপক্ষ আবদুল মালেক এর সৃষ্ট বিরোধ মিমাংসায় ব্যাঘাত সৃষ্টির পাঁয়তারা করতে আমাকে জড়িয়ে দিন মজুরকে পুলিশ এ্যাসল্ট মামলায় আসামী করা হয়েছে বলে মিথ্যা বক্তব্য প্রচার করছে । যাহা আমার ও আমার প্রতিষ্ঠানের মানক্ষুন্ন হচ্ছে। এ সব বিভ্রান্তিমূলক বক্তব্যে প্রশাসন কিংবা এলাকাবাসীকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি। প্রকাশিত বক্তব্য প্রদানকারী ও প্রচারিত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আদালতের দ্বারস্থ হবো।
প্রতিবাদকারী
মোহাম্মদ আব্দু শুক্কুর,
পরিচালক,
সুন্দরবন কুরিয়ার সার্ভিস,
পেকুয়া শাখা।
পিতা- মাহাবুল আলম,
সাং- হরিণাফাঁড়ী, ওয়ার্ড নং-০৪, পেকুয়া সদর ইউপি, থানা- পেকুয়া,
জেলা- কক্সবাজার।