নুরুল ইসলাম:
কক্সবাজারের রামু উপজেলা মুক্তিযুদ্ধের বিজয় উৎসব উদযাপন পরিষদ কর্তৃক আয়োজিত মুক্তিযুদ্ধের বিজয় উৎসব ২০২৪ সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধের স্মৃতি চারণে চৌফলদন্ডি ইউনিয়নের সাধারণ সম্পাদক এস.এম. সৈয়দুল করিম বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের গর্বের ইতিহাস। এই ইতিহাসকে স্বৈরাচারী শেখ হাসিনা বিকৃত করে রেখেছিল। এই মুক্তিযুদ্ধের ইতিহাসে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম অবদান সম্পূর্ণভাবে বিকৃত করে পরিবার তন্ত্র করেতে চেয়েছিল। জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক। তিনি স্বাধীনতার পর আজকের আসাম, ত্রিপুরা সহ ভারতের কয়েকটি রাজ্য স্বাধীন বাংলাদেশের অংশ হিসেবে চিহ্নিত করেছিল। তাতে তিনি ভারতের ষড়যন্ত্রের শিকার হয়। এই ষড়যন্ত্র গত ১৬ বছর করেছিল হাসিনা সরকার। কিন্তু ষড়যন্ত্র করে জিয়াউর রহমানকে ইতিহাস থেকে মুছে ফেলতে পারেনি। জিয়াউর রহমান জনগণের জিয়া। এই জিয়ার সৈনিক কক্সবাজারের সকলের প্রিয় মূখ কক্সবাজারের রাজনীতির অভিভাবক লুৎফর রহমান কাজল।আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে লুৎফর রহমান কাজলকে সংসদে পাঠিয়ে অবহেলিত কক্সবাজারকে উন্নয়নের ধারায় ফেরাতে কক্সবাজার বাসিকে আহবান জানান। তিনি বলেন লুৎফর রহমান কাজল কক্সবাজারের রাজনীতির নায়ক। তিনি ১৬ বছর কক্সবাজারের রাজনীতিকে আগলে রেখেছিলে।
লুৎফর রহমান কাজল কক্সবাজারের রাজনীতির নায়ক:রামু মুক্তিযুদ্ধ বিজয় উৎসবে এস.এম.সৈয়দুল করিম
