প্রেস বিজ্ঞপ্তি
কক্সবাজারে রাখাইন সম্প্রদায়ের জলকেলি উৎসবে সংবাদ সংগ্রহ করার সময়, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর রাখাইন সম্প্রদায়ের কিছু উচ্ছৃঙ্খল যুবক হামলা চালিয়েছে। এসময় বিভিন্ন মিডিয়ার ৫ জন সাংবাদিক আহত হয়েছে। কক্সবাজার সদর উপজেলা প্রেসক্লাব এর পক্ষ থেকে সাংবাদিকদের উপর এই নেক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানানো হয়। কক্সবাজার সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দু শুক্কুর ও সাধারণ সম্পাদক নুরুল আলম সিকদার এক যৌথ বিবৃতিতে বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। উল্লেখ্য যে, বৃহস্পতিবার ১৭ এপ্রিল বিকেলে শহরের বৌদ্ধমন্দির সড়কের পাশে কেয়াংপাড়া কেন্দ্রে পেশাগত দায়িত্ব পালন করছিলেন সংবাদকর্মীরা। এসময় রাখাইন সম্প্রদায়ের যুবকরা সংবাদ কাভার করা যাবে না এমন অজুহাতে অতর্কিত হামলা শুরু করে সাংবাদিকদের মোবাইল, ক্যামেরা ও অন্যান্য সামগ্রীও ছিনিয়ে নেয়।