*সমাজ ও দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়ে প্রেসক্লাবের নেতৃবৃন্দ
প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার সদর উপজেলা প্রেসক্লাবের জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ মার্চ রবিবার প্রেসক্লাবের কার্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল্লাহ নূরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আলম সিকদারের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের গঠনতন্ত্রের ১১ অনুচ্ছেদের ৩ ধারা অনুযায়ী প্রেসক্লাবের সভাপতি অসুস্থ ও দেশের বাইরে অবস্থান করলে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি। এর প্রেক্ষিতে প্রেসক্লাবের সভাপতির অসুস্থতার কারণে অনির্দিষ্টকালের জন্য ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দৈনিক দৈনন্দিন পত্রিকার নির্বাহী সম্পাদক ও প্রেসক্লাবের নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি আব্দু শুক্কুরকে দায়িত্বভার অর্পণ করেন প্রেসক্লাবের সভাপতি আরিফুল্লাহ নূরী।
সভায় বক্তারা বলেন, সাংবাদিক হচ্ছে জাতির বিবেক। সমাজ ও দেশ গঠনে অন্যতম ভূমিকা পালন করে সাংবাদিকবৃন্দ। নীতি নৈতিকতায় অটল থেকে সংবাদ পরিবেশনে বিশেষ গুরুত্বারোপ করেন নেতৃবৃন্দ। কক্সবাজার সদর উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত ভারপ্রাপ্ত সভাপতি আব্দু শুক্কুরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে কার্যনির্বাহী কমিটিকে আগামীতেও সমাজ ও দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারবদ্ধ করেন।
এসময় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল আলম সিকদার, সহ-সভাপতি শায়েক আহমদ, সহ-সভাপতি আবছার কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুজিবুল হক, অর্থ সম্পাদক জাফরুল ইসলাম রানা, সহ অর্থ সম্পাদক মোঃ নোমান, সদস্য আব্দুল্লাহ আল ফরহাদ প্রমুখ।
নবনির্বাচিত ভারপ্রাপ্ত সভাপতি আব্দু শুক্কুর বলেন, চলমান কর্মকান্ডের মতো আগামীতেও আমার উপর অর্পিত দায়িত্ব পালনে সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। সংগঠনের ভাবমূর্তি রক্ষার্থে সচেষ্ট থেকে সমাজ বিনির্মাণে কাজ করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।
প্রসঙ্গত, বিগত ২০২৪ সালের ২৪ ফেব্রুয়ারি নির্বাচনের তফসিল, নির্বাচন কমিশন গঠন ও গঠনতন্ত্র মোতাবেক গণতান্ত্রিকভাবে দ্বি-বার্ষিক নির্বাচনে ভোটের মাধ্যমে দায়িত্বভার গ্রহণ করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ। তৎকালীন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রেসক্লাবের নির্বাচিত নেতৃবৃন্দের শপথ বাক্য পাঠ করান। ধারাবাহিকভাবে বর্তমান কমিটি ২০২৬ সালের ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত প্রেসক্লাব পরিচালনা করবেন।