উখিয়ায় জমি বিরোধ নিয়ে সংঘর্ষে জামায়াত নেতসহ নিহত ৩

আরফাতুল ইসলাম উখিয়া।

কক্সবাজারের উখিয়ায় কুতুপালং পশ্চিম পাড়া এালাকায় জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের পাল্টা-পাল্টি হামলায় তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।রোববার (৬ এপ্রিল) সকালে রাজাপালং ইউনিয়নের কুতুপালং ৯নং ওয়ার্ডের পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- স্থানীয় মসজিদের খতিব ও রাজা পালং ইউনিয়ন জামায়াতের অফিস সম্পাদক একই ওয়ার্ডের নাজির হোসেনের ছেলে মাওলানা আবদুল্লাহ আল মামুন, প্রতিপক্ষের মোহাম্মদ হোসাইনের ছেলে আব্দুল মান্নান ও তার বোন শাহিনা বেগম। নিহতরা সম্পর্কে আপন চাচাতো-জেঠাতো ভাইবোন।উখিয়া থানার ওসি মোহাম্মদ আরিফ হোসাইন বলেন, সীমানা ওয়াল নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে ৩জন নিহত হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *